দেশে আরো নতুন করে ৫ জনের দেহে করোনা শনাক্ত

দেশে আরো নতুন করে ৫ জনের দেহে করোনা শনাক্ত। আজ ৪ এপ্রিল নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ মন্ত্রী জাহিদ মালিক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়ে ৬১ জনে।

 

মোট ৬১ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি অনলাইন ব্রিফিং অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন খবর দিয়েছেন।

 

তিনি বলেন, পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ২০০ টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

About Redoy

Check Also

Teacher Government Job Circular 2022

১৫১৬৩ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ Source: Daily Ittefaq    সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান …