সংসদ টিভির “আমার ঘরে আমার স্কুল” কার্যক্রম এর নতুন রুটিন প্রকাশ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সকল স্কুল,কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই বন্ধের সময়ে শিক্ষার্থীদের যাতে লেখাপড়ায় কোন ক্ষতি না হয় সে লক্ষে বিকল্প পদ্ধতিতে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছে শিক্ষামন্ত্রণালয়। এই বন্ধের সময়ে সংসদ টিভিতে “ আমার ঘর আমার স্কুল” কার্যক্রমের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

ইতিমধ্যেই গত ২৯ মার্চ থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে নেয়া হচ্ছে।  গত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সংসদ টিভিতে ক্লাস করানো হয়। 

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে “আমার ঘর আমার স্কুল” কার্যক্রমের ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করা হয়েছিল। তার পরের রুটিন ১ এপ্রিল প্রকাশ করার কথা ছিল। সেই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) আবারো নতুন রুটিন প্রকাশ করে। রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই ক্লাস চলবে।

 

নতুন রুটিনে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ক্লাসের ক্লাস রুটিন প্রকাশ করা হয়। নিচে নতুন রুটিন দেয়া হলো।

“আমার ঘর আমার স্কুল” নতুন সময়সূচী

নতুন প্রকাশিত সময়সূচীতে বলা হয়েছে পরবর্তী সপ্তাহের সময়সূচী আগামী ৯ এপ্রিল মাউশির ওয়েবসাইটে জানানো হবে।

About Redoy

Check Also

SSC Routine 2022 All Education Board Bangladesh

SSC Routine 2022 All Education Board Bangladesh. Download SSC Routine 2022 PDF For All Education Board …