40th BCS Written Exam Date 2019

Exam Type : Written Exam

MCQ Exam Date Was : 3 May 2019

Exam Time Was : 10.00 AM to 12 PM

Total Vacancy : 1903

General cadre: 465

Technical cadre: 568

General education cadre: 870

Assistant Teacher Trainer-33

Grand Total: 1903

Total Passed in MCQ Exam: 20277

Probable Written Exam Date: Middle of November 2019

Image result for 40th bcs

সাদিক বলেন, অক্টোবরের শেষ দিকে লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করার পরিকল্পনা করছে কর্ম কমিশন।

তিনি বলেন, ৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই। আমরা সবসময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি। এই লক্ষ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি। একইসঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা হবে।

এদিকে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরী প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে।

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরের মাঝামাঝিতে হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

About Redoy

Check Also

17th NTRCA Teachers Registration Exam Date

17th NTRCA Teachers Registration Exam Syllabus. 17th NTRCA Teachers Registration Exam Syllabus will be Published …