Bangladesh Women Development Foundation Job Circular 2019

বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আর্থ – সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন সারাদেশব্যাপী জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে নারী উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য, সেলাই, ব্লক বুটিক প্রশিক্ষণ, হাঁস-মুরগী পালন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিজ উপজেলার মধ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশী পুরুষ/ মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্ব কর্তব্য
বেতন ও অন্যান্য ভাতা
আবেদন প্রক্রিয়া
১। উপজেলা কো-অর্ডিনেটর
৭২
বিএ/সমমান, 
নিজ উপজেলার সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ২৬,৮০০/-
২। কর্মসূচী সংগঠক
১১০
এইচএসসি/সমমান, 
কর্মসূচী সংগঠক হিসেবে এরিয়া সুপারভাইজার, ইউনিয়ন কর্মকর্তা ও ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ২৩,৮৫০/-
৩। অফিস এক্সিকিউটিভ
১২০
এইচএসসি/এস.এস.সি, 
শাখা অফিসের মাসিক প্রতিবেদন ও সকল কাজ পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ১৯,৮০০/-
৪। কম্পিউটার অপারেটর (প্রশিক্ষণপ্রাপ্ত)
১২৮
এইচএসসি/এস.এস.সি, 
শাখা অফিসের কম্পিউটার সংক্রান্ত সকল কাজ করতে হবে।
সর্বসাকুল্যে ২১,৬০০/-
৫। ইউনিয়ন কর্মকর্তা
১১৬
এস.এস.সি,/ সমমান
ইউনিয়ন কর্মকর্তা সকল ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ১৮,৮০০/-
৬। ফিল্ড অফিসার
১৭৭
এস.এস.সি / অষ্টম শ্রেণী। ফিল্ড অফিসার, ফিল্ডের দায়িত্ব মোতাবেক সকল কাজ করিতে হইবে।
সর্বসাকুল্যে ১৭,৫০০/-

নিয়মাবলী :

১। আগ্রহী প্রার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জন্ম সনদ / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দরখাস্তে পদের নাম ও মোবাইলনম্বরসহ আগামী ১৫/০২/২০১৯ ইং তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত ই-মেইলে মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে। 
২। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। সকল পদে পুরুষ / মহিলা ও উপজাতি উভয়ই আবেদন করতে পারবে। 
৪। সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল স্ব-স্ব উপজেলার মধ্যে রাখা হবে এবং টিএ প্রদান করা হবে। 
৫। সরাসরি যোগাযোগ / সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। 
৬। সাক্ষাতকার ও প্রশিক্ষণ নিজ উপজেলায় অনুষ্ঠিত হবে। 
৭। সুবিধাসমূহ : নিয়োগ প্রাপ্তদের বাৎসরিক উৎসব ভাতা ও স্বাস্থ্যবীমা প্রদান করা হবে। 
৮। আগ্রহী প্রার্থীগণ যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারিবেন। 
৯। সকল আবেদন পত্র শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে

বি:দ্র: ডাক ও কোরিয়ার এ কোন আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

বরাবর, ব্যবস্থাপনা পরিচালক (মানব সম্পদ ও স্বাস্থ্য বিভাগ), বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন
সকল আবেদন পত্র শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। E-mail: bmufdhaka@gmail.com
প্রধান কার্যালয় : রোড # ৭, বাড়ি # ৪৪৩/৩, ডিওএইচএস বারিধারা, ঢাকা-১২০৬

আবেদনের শেষ সময়ঃ ১৫/০২/২০১৯

সুত্রঃ bdjobs.com

About Redoy

Check Also

Biman Bangladesh Airlines Job Circular 2024 – www.biman-airlines.com

Bangladesh Biman published a job circular. A attractive job circular published the Bangladesh Biman. Joining …