Manobik Shastho Songstha (MSS) job circular 2019

Manobik Shastho Songstha (MSS) job circular 2019, MSS new job circular 2019, MSS latest job circular 2019, MSS job 2019, MSS job circular bd, Manobik Shastho Songstha (MSS) job circular 2019. To get Manobik Shastho Songstha (MSS) job circular 2019 related all information, you can read my website that is bdlatestupdate.com.

 

পদ ও যোগ্যতা :

মানবিক সাহায্য সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘এ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা মোট ৪৯৪ জন কর্মী নেব। এর মধ্যে প্রগ্রাম ম্যানেজার ২ জন, জোনাল ম্যানেজার ৫ জন, প্রগ্রাম অফিসার ২ এবং এরিয়া ব্যবস্থাপক পদে সুযোগ পাবে ১০ জন। শাখা ব্যবস্থাপক ২৫ জন, শাখা হিসাবরক্ষক ৫০ জন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) পদে নেওয়া হবে ৪০০ জন।’ প্রগ্রাম ম্যানেজার, জোনাল ম্যানেজার, প্রগ্রাম অফিসার এবং এরিয়া ব্যবস্থাপক পদে আবেদনের যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। সব পদেই ঋণ কার্যক্রমে সমপদে দুই বছরের অভিজ্ঞতাসহ মাঠপর্যায়ের ঋণ কার্যক্রমে ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরিয়া ব্যবস্থাপক পদে সুপারভিশন এবং মনিটরিং পদে চার বছরের বাড়তি অভিজ্ঞতা লাগবে। প্রগ্রাম ম্যানেজার পদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর, জোনাল ম্যানেজার সর্বোচ্চ ৪২ বছর এবং প্রগ্রাম অফিসার ও এরিয়া ব্যবস্থাপক পদের বয়স সর্বোচ্চ ৪০ বছর। শাখা ব্যবস্থাপক পদের যোগ্যতা স্নাতকোত্তর। সঙ্গে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা। এ পদে স্নাতক পাস প্রার্থীদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৮ বছর। শাখা হিসাবরক্ষক পদে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স ৩২ বছর। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) পদেও স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স ৩২ বছর। এরিয়া ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে মোটরসাইকেল এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে বাইসাইকেল চালানো জানা থাকতে হবে। সব পদেই কম্পিউটারে কাজ জানা আবশ্যক। প্রার্থীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া :

নির্বাহী পরিচালক’ মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯ পশ্চিম পান্থপথ (চতুর্থ তলা), ঢাকা-১২০৫ বরাবর আবেদন করতে হবে। প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ প্রগ্রাম ম্যানেজার, জোনাল ম্যানেজার, প্রগ্রাম অফিসার, এরিয়া ব্যবস্থাপক পদের আবেদন ২২ সেপ্টেম্বর এবং শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদন পাঠানো যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। সরাসরি হাতে হাতে, কুরিয়ার বা ডাকযোগে আবেদন পাঠানো যাবে।

পরীক্ষাপদ্ধতি ও প্রস্তুতি :

জাকির হোসেন জানান, আবেদন যাচাই-বাছাই করে পদ অনুসারে যোগ্যদের ডাকা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য। পরীক্ষার তারিখ মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। প্রগ্রাম ম্যানেজার, জোনাল ম্যানেজার, প্রগ্রাম অফিসার ও এরিয়া ব্যবস্থাপক পদে প্রথমেই মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। পরে নেওয়া হবে লিখিত পরীক্ষা। দুই পরীক্ষায় ভালো ফল করা এবং প্র্যাকটিক্যালি যারা ভালো দক্ষতা দেখাতে পারবে, তাদেরই এসব পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের পরীক্ষায় আগের অভিজ্ঞতা, ঋণ কার্যক্রম, এনজিও কার্যক্রমের নানাবিধ শাখার সমস্যা ও সম্ভাবনা—এসব বিষয়েই মৌখিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে প্রথমে লিখিত ও পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নেওয়া হবে কম্পিউটার ব্যবহারের পরীক্ষাও। এ পদ তিনটির লিখিত ও মৌখিক পরীক্ষায় ক্ষুদ্রঋণের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। শাখা হিসাবরক্ষক, ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার—এই দুই পদে যেহেতু নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে, তাই এসব পদের জন্য ক্ষুদ্রঋণ-সংশ্লিষ্ট কাজের প্রাথমিক বিষয়গুলোর ওপর প্রশ্ন বেশি করা হবে। তবে লিখিত পরীক্ষায় বাংলা, সাধারণ গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। প্রতিটি পদেই মৌখিক পরীক্ষায় ঋণ কার্যক্রম, পদ সম্পৃক্ত বিষয় এবং মানসিক দক্ষতা যাচাই করা হয়।

বেতন-ভাতা :

প্রগ্রাম ম্যানেজার পদে ৫০০০০-৬০০০০ টাকা, জোনাল ম্যানেজার পদে ৪৭০০০-৫৫০০০ টাকা এবং প্রগ্রাম অফিসার পদে ৩৮০০০-৪৩০০০ টাকা মাসিক বেতন পাওয়া যাবে। এরিয়া ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালে ২৫০০০, স্থায়ীকরণে শহরে ৩২২২০ টাকা এবং পল্লীতে ২৯৩৬৬ টাকা পাওয়া যাবে।

শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকালে ২১৫০০ টাকা। স্থায়ীকরণে শহরে ২৭৯০০ টাকা এবং পল্লীতে ২৫২৭৯ টাকা। শাখা হিসাবরক্ষক ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে শিক্ষানবিশকালে ১৪০০০ টাকা। স্থায়ীকরণে শহরে ১৮৪৬৬ টাকা এবং পল্লীতে ১৬৩৩৪ টাকা।

এ ছাড়া প্রতিষ্ঠানের চাকরি নীতিমালা অনুসারে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসাভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ/ডিএসহ অন্যান্য আর্থিক সুবিধা রয়েছে।

 

Manobik Shastho Songstha (MSS) job circular 2019

 

About Redoy

Check Also

Biman Bangladesh Airlines Job Circular 2024 – www.biman-airlines.com

Bangladesh Biman published a job circular. A attractive job circular published the Bangladesh Biman. Joining …