প্রাণঘাতী করোনা ভাইরাস গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোন রোগী সনাক্ত হয় নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক । আজ শনিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক সেব্রিনা বলেন, এ পর্যন্ত আইইডিসিআরে এক হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা হয়।
জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা এখন কেউ ঘরের বাইরে যাব না, এ বিষয়টি নিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতি প্রসারিত করা হয়েছে। কাজেই সবাইকে সেখানকার হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আইইডিসিআরের হটলাইনগুলো সবসময় খোলা রয়েছে। তিনি ধৈর্য ধরে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানান।
গতকাল শুক্রবার আইইডিসিআর জানিয়েছিলেন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪ জন।
প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের উহান থেকে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২০০ টি দেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ এই ভাইরাস সনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশে মোট করোনা ভাইরাসে ৪৮ জন সনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। এবং মারা গেছেন ৫ জন।