Hsc Exam 2020 Notice

এইচএসসি পরীক্ষায় নিয়মিত-অনিয়মিতদের পরীক্ষা আলাদা কক্ষে হবে। নির্দেশনাটি আগে থেকে থাকলেও পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি  আবারো মনে করিয়ে দেয়ার জন্য নির্দেশনা জারি করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। 

 

ইচএসসি পরীক্ষা ২০২০ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি এই জরুরি নির্দেশনা দিয়েছেন। গত ১৫ মার্চ এই নির্দেশনাটি দেয়া হয়েছে।

 

এইচএসসি পরীক্ষা ২০২০- নির্দেশনা

 

  • ১০০০০০-৬৯৯৯৯৯ পর্যন্ত রােল নম্বরধারী পরীক্ষার্থীদের ২০২০ সালের সিলেবাসের প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
  • ৭০০০০০-৭৯৯৯৯৯ পর্যন্ত রােল নম্বরধারী পরীক্ষার্থীদের ২০১৬ সালের সিলেবাসের প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
  • ৭০০০০০-৭৯৯৯৯৯ পর্যন্ত রােল নম্বরধারী পরীক্ষার্থীদের অবশ্যই আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
  • ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শিক্ষা বাের্ড থেকে প্রদত্ত মােবাইল সিম ব্যবহার করতে হবে।
  • পরীক্ষা শুরুর ০৭ (সাত) দিন পূর্বে কেন্দ্রের নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থীদের (ভার্সন অনুযায়ী) তালিকা প্রণয়ন করতে হবে (ছক সংযুক্ত)।
  • পরীক্ষা শুরুর ০৫ (পাঁচ) দিন পূর্বে ট্রেজারির ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অবশ্যই উপস্থিত থাকবেন। কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সকল প্রশ্নপত্র পাওয়া গিয়েছে এ মর্মে পরীক্ষা শুরুর ০৩ (তিন) দিন পূর্বে প্রত্যয়ন পত্র বাের্ডে প্রেরণ করতে হবে।
  • মুদ্রিত প্রশ্নপত্রের সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) সেট, পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে Security খামে প্যাকেট করতে হবে।
  • প্রশ্নপত্রের প্যাকেট যাচাই এর দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে Security খামের গাম লাগিয়ে এবং কার্টুন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং Security খামের উপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোন ত্রুটি পরিলক্ষিত হলে তা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।
  • কোন কেন্দ্রের যদি ভেন্যু থাকে তাহলে ভেন্যুর জন্য মুদ্রিত প্রশ্নপত্রের সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) সেট, পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে Security খামে প্যাকেট করতে হবে এবং ভিন্ন ট্রাংকে সংরক্ষণ করতে হবে।
  • কোন অবস্থাতেই উপজেলা সদর এর বাহিরে প্রশ্নপত্রের ট্রাঙ্ক রাখা যাবে না।
  • ট্রেজারি হতে পরীক্ষার দিনগুলােতে ট্রেজারি অফিসারের নিকট হতে ঐ দিনের জন্য সকল সেটের প্রশ্নপত্রের Security প্যাকেট (সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) গ্রহণ করতে হবে।
  • Tag Officer এবং Police ব্যতিত প্রশ্নপত্রের Security খাম নিয়ে ট্রেজারি থানা থেকে কেন্দ্রে যাওয়া যাবে না ।
  •  প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মােতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

  • অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বাের্ডে জমা দিতে হবে।
  • পরীক্ষার তারিখ, সময়, বিষয়, সেট কোড নিশ্চিত হয়ে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।
  • পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র পাঠানাের সময় সিলেবাস সংক্রান্ত বিষয়টি নিশ্চিত হতে হবে। প্রতিটি কক্ষে সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের বিবরণী তৈরী করে দিতে হবে। 
  • পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়ে পরীক্ষা দিতে হবে, অনিয়মিত পরীক্ষার্থীকে তার প্রবেশপত্রে উল্লিখিত সকল বিষয় তার জন্য নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
  • কোন পরীক্ষার্থী যাতে কোন উপায়ে অসদুপায় অবলম্বন করতে না পারে এ জন্য যথােপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের প্রধানফটকে পরীক্ষার্থীদের দেহ অবশ্যই তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে।
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতিত অন্য কেউ মােবাইল ফোন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তােলা যায় না এমন মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন। 
  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানাের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোন পরীক্ষার্থী আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিষ্টার খাতায় রােল নং ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন।
  • পরীক্ষা শেষে বাের্ডে রেজিষ্টার খাতাটি জমা দিতে হবে। 
  • ১৪৪ ধারা জারিকৃত চিহ্নিত স্থানগুলােতে লাল পতাকা টানাতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্যকেউ যাতে জটলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়ােজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
  • বাের্ড সরবরাহকৃত নকল প্রতিরােধমূলক পােস্টার পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথের দৃশ্যমান স্থানে লাগাতে হবে।

About Redoy

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী ২০২৩,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ …