Non Gov. Job Circular 2019

Non Gov. Job Circular 2019 has been Published. Joining the smart and big Govt. job team in Bangladesh NGO. NGO is the best service in Bangladesh. Bangladesh NGO is now working in all location for helping the people.So Bangladesh NGO is a very attractive service in Bangladesh. To get Non Gov. Job Circular 2019 related all information,you can read my website that is bdlatestupdate.com.

 

Job Type : Non Gov. Job.

Age Preferred : See the circular.

Job Nature : Full-time.

Application Deadline : See the circular.

For more information see below this original circular.

 

Non Gov. Job Circular 2019

আর্থ – সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন সারাদেশব্যাপী জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে নারী উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য, সেলাই, ব্লক বুটিক প্রশিক্ষণ, হাঁস-মুরগী পালন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিজ উপজেলার মধ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশী পুরুষ/ মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্ব কর্তব্য
বেতন ও অন্যান্য ভাতা
আবেদন প্রক্রিয়া
১। উপজেলা কো-অর্ডিনেটর
৭২
বিএ/সমমান,
নিজ উপজেলার সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ২৬,৮০০/-
 
২। কর্মসূচী সংগঠক
১১০
এইচএসসি/সমমান,
কর্মসূচী সংগঠক হিসেবে এরিয়া সুপারভাইজার, ইউনিয়ন কর্মকর্তা ও ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ২৩,৮৫০/-
 
৩। অফিস এক্সিকিউটিভ
১২০
এইচএসসি/এস.এস.সি,
শাখা অফিসের মাসিক প্রতিবেদন ও সকল কাজ পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ১৯,৮০০/-
 
৪। কম্পিউটার অপারেটর (প্রশিক্ষণপ্রাপ্ত)
১২৮
এইচএসসি/এস.এস.সি,
শাখা অফিসের কম্পিউটার সংক্রান্ত সকল কাজ করতে হবে।
সর্বসাকুল্যে ২১,৬০০/-
 
৫। ইউনিয়ন কর্মকর্তা
১১৬
এস.এস.সি,/ সমমান
ইউনিয়ন কর্মকর্তা সকল ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ১৮,৮০০/-
 
৬। ফিল্ড অফিসার
১৭৭
এস.এস.সি / অষ্টম শ্রেণী। ফিল্ড অফিসার, ফিল্ডের দায়িত্ব মোতাবেক সকল কাজ করিতে হইবে।
সর্বসাকুল্যে ১৭,৫০০/-
 

নিয়মাবলী :

১। আগ্রহী প্রার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জন্ম সনদ / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দরখাস্তে পদের নাম ও মোবাইলনম্বরসহ আগামী ১৫/০২/২০১৯ ইং তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত ই-মেইলে মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।
২। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। সকল পদে পুরুষ / মহিলা ও উপজাতি উভয়ই আবেদন করতে পারবে।
৪। সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল স্ব-স্ব উপজেলার মধ্যে রাখা হবে এবং টিএ প্রদান করা হবে।
৫। সরাসরি যোগাযোগ / সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৬। সাক্ষাতকার ও প্রশিক্ষণ নিজ উপজেলায় অনুষ্ঠিত হবে।
৭। সুবিধাসমূহ : নিয়োগ প্রাপ্তদের বাৎসরিক উৎসব ভাতা ও স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
৮। আগ্রহী প্রার্থীগণ যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারিবেন।
৯। সকল আবেদন পত্র শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে

বি:দ্র: ডাক ও কোরিয়ার এ কোন আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

বরাবর, ব্যবস্থাপনা পরিচালক (মানব সম্পদ ও স্বাস্থ্য বিভাগ), বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন
সকল আবেদন পত্র শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। E-mail: bmufdhaka@gmail.com
প্রধান কার্যালয় : রোড # ৭, বাড়ি # ৪৪৩/৩, ডিওএইচএস বারিধারা, ঢাকা-১২০৬

আবেদনের শেষ সময়ঃ ১৫/০২/২০১৯

Apply Online

সুত্রঃ bdjobs.com

এই সার্কুলার ২৪ জানুয়ারী ২০১৯ bdjobs.com  এ প্রকাশিত হয়েছে। অবশ্যই মহিলা উন্নয়ন ফাউন্ডেশন সম্পর্কে যাচাই করে তারপর আবেদন করবেন। ধন্যবাদ।

 

DISA Job Circular 2019

PMK Job Circular 2019

TMSS Job Circular 2019

NGO Job Circular 2018

About Redoy

Check Also

BRAC NGO Job Circular 2024

BRAC NGO Job Circular 2024 Has Been Published. BRAC is now published job circular in …