Primary School Teacher Result 2019 dpe.teletalk.com.bd/result. www.dpe.gov.bd primary result. Primary Teacher Exam Result 2019 Dpe Authority Will Annouch Official Website.“Primary Assistant teacher recruitment results 2018” Probbaly Primary School Teacher Result 2019 in 2020. www.dpe.gov.bd . How to check DPE Primary Result 2019, Check Primary Result Online, Primary Teacher Recruitment Result 2019 PDF,Primary Teacher Job Result 2019 by SMS, Primary Job Result with 4 Steps, 1st Step Result,2nd Step Result, 3rd Step Result, 4th Step Result ,DPE Written Exam Result 3. Viva Exam Result. To get Primary School Teacher Result 2019 related all information,you can read my website that is bdlatestupdate.com.
আগামী বছর প্রথম দিন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে নতুন বইয়ের পাশাপাশি দুই হাজার টাকা দেওয়া হবে। শিক্ষার্থীদের স্কুলের পোশাক কেনার জন্য এ টাকা দেওয়া হবে।
শনিবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামে এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মেধাবী জাতী গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে। যারা নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের।
তিনি আরও বলেন, বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে। আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাসরুম। আন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সরকারের এতোসব আয়োজন। কাজেই সরকারের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছেন তারা কেউ মাফ পাবেন না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া সভায় জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জেলা সদরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণে পরীক্ষামূলকভাবে এক শিফটের বিদ্যালয় সময়সূচির উদ্বোধন করেন।