Primary Teacher Recruitment Exam Suggestion
১. বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী।
২. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে?
উত্তর: আব্দুল লতিফ।
৩. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: হূমায়ুন আজাদ।
৪. রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
৫. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” এর রচিয়তা কে ?
উত্তর: মাহবুব আলম চৌধু…
৬. ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে?
উত্তর: হাসান হাফিজুর রহমান।
৭. ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
উত্তর: শুল্ক।
৮. ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কি?
উত্তর: অবচেতন।
৯. ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে এবং এর প্রকাশক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা কে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ।
১১. লোক সাহিত্য কাকে বলে?
উত্তর: মানুষের মুখের প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি।
১২. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
উত্তর: ফকির গরীবুল্লাহ।
১৩. চাষাভুষার কাব্য এর রচয়িতা কে?
উত্তর: নির্মলেন্দু গুণ।
১৪. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তর: হাসান হাফিজুর রহমান।
১৫. ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তর:সৈয়দ মুজতবা আলী
১৬. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তর: আলালের ঘরের দুলাল।
১৭. ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ অর্থ কী ?
উত্তর: ঠোটের পরশে পান লাল হইল।
১৮. ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?
উত্তর: প্রমথ চোধুরী।
১৯. ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ?
উত্তর: সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়।
২০. ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তর: দীনেশচন্দ্র সেন।
২১. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: ১৯৫৫ সালে।
২২. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে কি বলে?
উত্তর: ক্ষণপ্রভা।
২৩. সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় হয়?
উত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে।
২৪. ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার।
২৫. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন কে?
উত্তর: ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।
Primary Teacher Recruitment Exam Suggestion
Join our Facebook Group Get job update & discuss about Job related Topics.